আশাশুনি

আশাশুনিতে ইমামদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

By Daily Satkhira

July 27, 2017

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে পরিবর্তনকামী নাগরিক হিসাবে জনগোষ্ঠিকে উদ্বুদ্ধকরণে ধর্মীয় নেতৃবৃন্দের (ইমাম) দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপান্তর খুলনার সহযোগিতায় অগ্রগতি সংস্থা সাতক্ষীরার আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিষার সুষমা সুলতানা। প্রশিক্ষণ প্রদান করেন অগ্রগতি সংস্থার মাষ্টার ট্রেইনার মাওঃ মুজাহিদুর রহমান ও মাষ্টার ট্রেইনার হাফেজ মাওঃ আঃ গফফার। অনুষ্ঠানে আশাশুনি থানার সাব-ইন্সপেক্টর শাহ আঃ আজিজ, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, অগ্রগতি সংস্থার উপজেলা কর্মকর্তা তৌহিদুর রহমান, উন্নয়ন কর্মী নাজমুল হক রাজু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আশাশুনি সদর ইউনিয়নের ৩০ জন ইমাম প্রশিক্ষণ গ্রহন করেন। সামাজিক সহিষ্ণুতা এবং শান্তি-সম্প্রীতি নিশ্চিতকরনে যেকোন ধরনের সহিংস উগ্রপন্থার বিপক্ষে পরিবর্তনকামী মানুষ হিসেবে ইমামদের কার্যকরভাবে সম্পৃক্ত করতে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির মাধ্যমে মুসল্রীদের দায়িত্ববোধ সজাগ করার পাশাপাশি উগ্রবাদ ও অসহিষ্ণুতার লক্ষণ চিহ্নিত করে সমাধানে করনীয়তা নির্নয় করা হয়। যাতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একটি শান্তির নীড়ে পর্যুবসিত করতে সকলের দায়িত্ববোধ জাগ্রত হয়।