নিজস্ব প্রতিবেদক : অর্থ আত্মসাতের মামলায় জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সহকারী সচিব ও বল্লী মোহাম্মদ মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুপ সাহাকে কারাগারে প্রেরণ করেছে আদালত। গত বৃহস্পতিবার সাতক্ষীরা ১নং আমলী আদালতের বিচারক বেলা ১২টায় তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠনোর নির্দেশ দেন। মামলা সূত্রে জানা যায়, জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নামে ৫কাঠা জমি সমিতির সহকারী সচিব অরুপ সাহা অন্যত্র বিক্রয় করে। বিক্রয়ের সকল অর্থ সমিতির ব্যাংক হিসাবে জমা না রেখে নিজে আতœসাত করে। এঘটনায় সমিতির নির্বাহী কমিটি বিষয়টি নিস্পত্তি করার জন্য একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনিও উপস্থিত থেকে সভার কার্য্য বিবরণী বইতে স্বাক্ষর করেন। সভায় কমিটির সদস্য ও সহকারী সচিবের মধ্যে আলোচনার মাধ্যমে জমি বিক্রয়ের ২লক্ষ ৫হাজার টাকা ২০১২সালের ৩০জুনের মধ্যে সমিতির ব্যাংকে হিসাব নম্বরে জমা দিবেন বলে জানায়। কিন্তু প্রতারক সমিতির সহকারী সচিব অরুপ সাহা বিভিন্ন ভাবে তালবাহানা করে। পরবর্তীতে তাকে বিভিন্ন সময় সমিতির কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হলে সে পুনরায় ঐ অর্থ সমিতির ব্যাংক হিসাবে জমা দেওয়ার জন্য সময় চায়। এসময় অন্যান্য সদস্যরা তাকে সময় দিতে না চাইলে সে প্রকাশ্যে তাদেরকে হুমকি দেয় এবং বলেন আমি টাকা নিয়েছি। সমিতিতে আমি কোনো টাকা জমা দিতে পারবো না। পারলে আমার বিরুদ্ধে যা ইচ্ছা তাই করো। এ ঘটনায় শিকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম নাজমুস সাদাত পলাশ বাদী হয়ে সাতক্ষীরা ১নং আমলী আদালতে ২০১৬ সালের ২ জুন একটি মামলা দায়ের করেন। যার নং- সি আর ১৬৮/১৭।