সাতক্ষীরা

জমে উঠেছে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন

By daily satkhira

September 26, 2016

নিজস্ব প্রতিবেদক:  আগামী ১৭-ই অক্টোবর নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে আসন্ন জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ৪ বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদের নির্ববচন ২০১৬ উপলক্ষে ২৭টি পদের বিপরীতে ৬৪জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। নির্বাচনী তপশীল অনুযায়ী ১৮.০৯.১৬ তারিখ নির্বাচন কমিশনার হিসেবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহম্মেদ। সে অনুযায়ী ১৯.০৯.১৬ তারিখ  খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহন, ২০.০৯.১৬ তারিখ খসড়া ভোটার তালিকার উপর আপত্তি শুনানী, ২১.০৯.১৬ তারিখ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৫.০৯.১৬ তারিখ  মনোনয়ন সংগ্রহ, ২৮.০৯.১৬ তারিখ মনোনয়ন পত্র জমা, ২৯.০৯.১৬ তারিখ  মনোনয়ন পত্র বাছাই, ০২.১০.১৬ তারিখ বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ০৪.১০.১৬ তারিখ মনোনয়ন পত্র প্রত্যাহার, ০৫.১০.১৬ তারিখ প্রতিদ্বন্দি প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ১৭.১০.১৬ তারিখ ভোট গ্রহণ হবে সাতক্ষীরা অফিসার্স ক্লাবে। ঐদিন সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৩টা পর্যন্ত ১০৩ জন ভোটার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ২৭টি পদে মনোনয়ন পত্র সংগ্রহ ৬৪ জন প্রার্থী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে অংশগ্রহনের লক্ষ্যে ক্রীড়াঙ্গনে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। পদাধিকারবলে জেলা প্রশাসক সভাপতি। সূত্রে জানা যায়, ২টি প্যানেলে প্রতিদ্বন্দিতা ২৭টি পদে ১শ’ ৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। একটি প্যানেলে প্রতিদ্বন্দিতা করবে সহ- সভাপতি পদে শেখ আশরাফুজ্জামান আশু, মেহেদী হাসান, ইজ্ঞিনিয়ার কবীর উদ্দিন আহমেদ ও মুজিবুর রহমান। সাধারণ সম্পাদক পদে এ. কে. এম আনিছুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক পদে মো. আহম্মদ আলী সরদার ও শেখ আব্দুল কাদের। অপর প্যানেলে প্রতিদ্বন্দিতা করবে সহ- সভাপতি পদে বদরুল ইসলাম খান, ফিরোজ আহম্মেদ, মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে শেখ নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহমুদ হাসান মুক্তি, এছাড়া ও অন্যান্য পদে প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করছে।