জাতীয়

সরকারি কর্মকর্তারা অবসরের পাঁচ বছর পর্যন্ত নির্বাচন করতে পারবেন না

By Daily Satkhira

July 28, 2017

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আইনে বেশ কিছু সংস্কার চায় নির্বাচন কমিশন। আইনকে যুগোপযোগী এবং নির্বাচনকে স্বচ্ছ করার জন্য মাঠের কর্মকর্তাদের মতামত নিয়েছে ইসি। কমিশনের এক সুপারিশে কর্মকর্তাদের অবসরে যাবার ৩ বছরের পরিবর্তে ৫ বছর পর্যন্ত নির্বাচনে অংশ নেয়ার সুযোগ না রাখার সুপারিশও আসছে।

কর্মকর্তারা বলছেন, নির্বাচনে যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন তাদের দিতে হবে সরাসরি প্রার্থীতা বাতিলের ক্ষমতা। নির্বাচন কমিশনার কবিতা খানম বলছেন, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে আইন সংস্কারে এই প্রস্তাব গুরুত্ব পাবে।

জনসংখ্যার অনুপাতকে গুরুত্ব দিয়ে ভোটার সংখ্যার হিসাব করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ আইনও সংস্কার করতে চায় ইসি।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সংলাপ সব পক্ষের জন্য একমাত্র দরোজা বলে মন্তব্য করেছেন বেগম কবিতা খানম।