সাতক্ষীরা

জঙ্গিবাদ ও মাদকবিরোধী অভিযাত্রায় সাতক্ষীরা রাইডার্স

By Daily Satkhira

July 28, 2017

আসাদুজ্জামান: জঙ্গিবাদ ও মাদককে না বলুন। রুখে দিন সন্ত্রাসবাদকে। জাগিয়ে তুলুন দেশপ্রেম। আসুন গড়ে তুলি একটি আলোকিত সমাজ- এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় যাত্রা শুরু করেছে সাতক্ষীরা রাইডার্স। দেশজুড়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাইডার্স সদস্যরা এখন থেকে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবে। এই প্রতিশ্রুতি ব্যক্ত করে তারা হাতে নিয়েছে নানা কর্মসূচি। শুক্রবার বিকালে বৃষ্টিভেজা অবস্থায় রাইডার্স যাত্রা শুরু করে শহরের টিএন্ডটি মোড় থেকে। তাদের স্লোগান ট্রাফিক আইন মেনে চলুন। জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তরুন প্রজন্মের সদস্যদের মনে জাগ্রত করুন দেশপ্রেম। তাদের মধ্যে সামাজিকতাবোধ গড়ে তুলুন। রাইডার্সের পক্ষ থেকে নিয়মিত রক্তদান ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করার স্লোগানও তাদের। রাইডার্স সদস্যরা বলেন ‘সকলের মাঝে সকলে আমরা’ এই স্লোগানকে ধারন করে শুরু হলো আমাদের আগামি দিনের পথচলা। এসএম জুবায়েরের সভাপতিত্বে রাইডার্সের যাত্রা শুরুতে অংশ নেন সাদমান সাকিফ রেজা, আহসান, রাশিদ, অপু, সাকিব , পান্ডে , মিজান, মতি ,রাব্বি, ফাহিম, মুন্না , সেহান, সেজান, সাগর, রমিক, ফারিব, জুনায়েদ, পাপন, নইনসহ অনেকে। তারুন্যের উচ্ছাসে ¯œাত রাইডার্স সদস্যরা বলেন, মোটর বাইক চালনায় সব আইন মেনে চলতে হবে। সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে সড়ক দুর্ঘটনা শুন্যের কোটায় নামিয়ে আনতে হবে। সামাজিক অবক্ষয়রোধে সময়ের প্রয়োজনে তরুনরা সব সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।