শ্যামনগর

বুড়িগোয়ালিনীতে রমরমা কোচিং ব্যবসা

By daily satkhira

September 26, 2016

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের রমরমা কোচিং ব্যবসায় দিশেহারা শিক্ষার্থী ও অভিভাবকরা। এলাকা সুত্রে প্রকাশ, তপোবন বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বরজিৎ মন্ডল, আড়পাঙ্গাশিয়া পি,এন, হাইস্কুলের সহকারীশিক্ষক পরিমল মন্ডল সরকারের নির্দেশনা উপেক্ষা করে কোচিং/প্রাইভেট পড়ানো বানিজ্য চালিয়ে যাচ্ছেন। কোচিং/ প্রাইভেট পড়ানোর ফলে ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ের ক্লাস করতে অনিহা প্রকাশ করছে। গরীব ও অসহায় অভিভাবকরা প্রাইভেট টিউটরদের টাকা যোগাতে হিমশিম খাচ্ছে। অনেক অভিভাবক দৈনন্দিন ক্ষেত মজুরীর/ দিন মজুরীর টাকা দিয়ে চাউল না কিনে ছেলে মেয়েদের প্রাইভেট পড়ানোর টাকা দিতে বাধ্য হচ্ছে। প্রাইভেট টিউটরদের চাপে তারা এহেন দুঃখ জনক কাজটি করেছে। সকাল সন্ধ্যায় বিভিন্ন ব্যাচে ঐ সমস্ত শিক্ষকরা কয়েক শত ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়ান। প্রাইভেট না পড়লে নম্বর কম দেওয়া, পরীক্ষায় পাস করা কঠিন হয়ে পড়ে। ছাত্র-ছাত্রীরা প্রাইভেট পড়ার সময় ব্যতীত অন্যান্য সময় বিভিন্ন খেলা ধুলা করে সময় কাটায়। ফলে লেখা পড়ার পরিবেশ দারুন ভাবে ব্যাহত হচ্ছে। সরকারের নীতিমালায় প্রাইভেট/ কোচিং ব্যবসার বিরুদ্ধে কঠোরতা  থাকলে ও তা মানা হচ্ছে না। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।