ধুলিহর প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে বৃহস্পতিবার বিকালে ৪৬ তম আন্তঃ স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার ‘ক’ জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় ডিবি ইউনাইটেড হাইস্কুলকে ১-০ গোলে হারিয়ে জি-ফুলবাড়িয়া দরগাহ শরীফ আলিম মাদ্রাসা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলার উদ্বোধনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার। ডিবি ইউনাইটেড হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান এস, এম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও ‘ক’ জোনের আহবায়ক মমিনুর রহমান মুকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তুহিন, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য শেখ আব্দুল আহাদ, ইউপি সদস্য রেজাউল করিম মঙ্গল, ইউপি সদস্য ও সাংবাদিক রেজাউল করিম মিঠু, বি.ডি.এফ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাষ্টার আছাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরশাদ আলী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস,আই এমদাদুল হক, এ,এস,আই সৈয়দ আলী শেখ, শিক্ষক হাবিবুর রহমান, হাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আকলিমা খাতুন, রমেশ সরদার, ফয়জুল হক, সুকুমার সরকার, মাওলানা মহাসিন উদ্দীন, আবুল হাসান, ফিরোজ কবীর, চন্দন প্রমূখ। অনুষ্ঠানের সব শেষে প্রধান অতিথি ‘ক’ জোনের চ্যাম্পয়ন দলের অধিনায়কের হাতে ‘মা’ ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ পুরষ্কার তুলে দেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মুকুল হোসেন।