শিক্ষা

সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বিষয়ে সেমিনার

By Daily Satkhira

July 28, 2017

প্রেস বিজ্ঞপ্তি : শুক্রবার সাতক্ষীরা ‘বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি’র আয়োজনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে ‘সাতক্ষীরা বিশ্ববিদ্যালয়: সাতক্ষীরাবাসীর প্রাণের দাবী’ – শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কমিটির উদ্যোক্তা ও চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান(মন্ময় মনির) এর সভাপতিত্বে ও সঞ্চালনায় সম্মানীয় অতিথি হিশেবে আলোচনা করেন- প্রফেসর মোঃ লিয়াকত পারভেজ, বীরমুক্তিযোদ্ধা সরদার নাজিমউদ্দিন, সহযোগী অধ্যাপক ও কথা সাহিত্যিক আশুতোষ সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সোহাগ, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি কবি শাহানা মহিদ, কিংবদন্তী সংগীতশিল্পী মঞ্জুরুল হক, কবি ও প্রভাষক সালেহা আকতার, কবি দিলীপ কুমার দিব্যানন্দ, কবি ও প্রভাষক মোঃ মাসুদুর রহমান, জাগ্রত সাতক্ষীরা এর সভাপতি কবি সায়েম ফেরদৌস মিতুল, মমতাজ আহমেদ কৃষি কলেজের অধ্যক্ষ বিল্লাল হোসেন আবির, সাংস্কৃতিক সংগঠক সোহরাব হোসেন সবুজ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক মুনসুর রহমান, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক কবি নবকুমার ঢালী, সীমান্ত আদর্শ কলেজের ছাত্র আল-মামুন, কবি মাগফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নিপমালা, পঙ্কজ দেবনাথ ও আল আমিন। স্বরচিত কবিতা পাঠ করেন সীমান্ত আদর্শ কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কবি আব্দুল্লাহ সিদ্দিক। এসময় বক্তারা দ্রুত সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট অনুরোধ জানান।