শিক্ষা

ইংল্যান্ড প্রতিনিধি দলের খুলনা নর্দান ইউনিভার্সিটি পরিদর্শন

By Daily Satkhira

July 28, 2017

প্রেস বিজ্ঞপ্তি : ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার, ইংল্যান্ডের Head of UK and International Collaborations এ্যালেন ডেলিস্টন এবং Collaborative Partnership Leader হামাদ খান নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনা পরিদর্শন করেন। শুক্রবার এন.ইউ.বি.টি খুলনা এবং ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার ইংল্যান্ডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে তারা এই পরিদর্শনে আসেন। এসময় এন.ইউ.বি.টি খুলনার মাননীয় উপাচার্য প্রফেসর ড: আবু ইউসুফ মো: আব্দুল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের ডীন, বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষক কর্মকর্তাদের সাথে বিদেশি প্রতিনিধিদল মতবিনিময় করেন। মতবিনিময় অনুষ্ঠানে এন.ইউ.বি.টি খুলনা এর পক্ষ থেকে বিদেশি প্রতিনিধি দলকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে সার্বিক ধারণা দেয়ার জন্য পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এস.এম.মনিরুল ইসলাম। এসময় প্রতিনিধিদল বিভিন্ন শ্রেণিকক্ষ, ল্যাব, লাইব্রেরি, আমেরিকান কর্নার ঘুরে দেখেন এবং বিদ্যামান সুযোগ সুবিধা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে প্রতিনিধিদল আশাবাদ ব্যক্ত করেন যে, দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুব শীঘ্রই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে এবং এর সুফল শিক্ষর্থীরা পাবে।