সাতক্ষীরা

প্রশিক্ষণের মাধ্যমে হজ যাত্রীরা সঠিক তথ্য ও কার্যক্রম জানতে পারবেন -ডা. আবুল কালাম বাবলা

By Daily Satkhira

July 28, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় হাজী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি হজ্ব প্রশিক্ষণে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. মো. আবুল কালাম বাবলা বলেন, ‘হজ ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ। হজের আভিধানিক অর্থ দৃঢ় ইচ্ছা বা সংকল্প করা। সামর্থ্যরে অধিকারী, প্রাপ্তবয়স্ক মুসলমান নর-নারীর জন্য হজ ফরয। অধীর মনোযোগের সঙ্গে এই প্রশিক্ষণটি আপনারা গ্রহণ করবেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগালে হজ যাত্রীরা সঠিক তথ্য সম্পর্কে জানতে পারবেন এবং সহজভাবে হজ্বের সকল কার্যক্রম সম্পন্ন করতে সুবিধা হবে। যারা হজ্ব কাফেলা পরিচালনা করেন হাজিদের সেবার মানসিকতা নিয়ে পরিচালনা করা উচিত। হাজিদের প্রতারণা করা এবং কোনভাবেই তাদের কষ্ট দেওয়া উচিত নয়।’ শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে হজ্বযাত্রী ভাই বোনদের জন্য বিনা মূল্যে পবিত্র হজ্বের পূর্ণাঙ্গ প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণে হাজী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আজিজুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন হাজী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওঃ মিজানুর রহমান আজমী, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের ম্যানেজিং কমিটির সদস্য মো. আব্দুর রহমান, হাজী কল্যাণ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সাত্তার, অফিস সম্পাদক আলহাজ্ব মীর আহসানুল হক, প্রচার সম্পাদক আলহাজ্ব আব্দুল লতিফ, মোয়াল্লিম আলহাজ্ব মাওলানা মাঈনউদ্দিন, আলহাজ্ব ওসমান গণি, আলহাজ্ব ইব্রাহিম হোসেন, আলহাজ্ব রফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে, প্রতি শুক্র ও শনিবার বাদ মাগরিব থেকে রাত ৯টা পর্যন্ত হজ্বযাত্রী ভাই বোনদেরকে হজ্ব ও ওমরার যাবতীয় নিয়ম- কানুন ও মাসলা মাসাইল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয় । এসময় শতাধিক নারী পুরুষ হজ্বযাত্রীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হাজী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মাও. মিজানুর রহমান আজমী।