নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা মন্দির সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৬টি পদের বিপরীতে দুটি প্যানেলে ৩২ জন প্রতিদ্বন্দিতা করেন।এর মধ্যে বিশ্বনাথ ঘোষ-রঘুজিৎ গুহ পরিষদ নিরষ্কুশ জয় লাভ করেন। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণের কাজ চলে। রাত ১১ টায় গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে বিশ্বনাথ ঘোষ ৪৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দী প্রার্থী নয়ন কুমার সানা ৩২৫ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে রঘুজিৎ গুহ ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী নির্মল কুমার দাস ৩৭১ ভোট পেয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি পদে গোষ্ঠবিহারি মন্ডল ৪২৮ ভোট, অ্যাড. সোমনাথ ব্যানার্জি ৪১৪ ভোট, সনাতন দাস ৩৯৯ ভোট, নয়ন সানা- নির্মল দাস প্যানেলের একমাত্র প্রার্থী অ্যাড.অনিত মুখার্জী ৩৯২ ভোট, বিশ্বানাথ- রঘুজিৎ প্যানেলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিত্যানন্দ আমিন ৪১৩ ভোট,সহ-সম্পাদক বিকাশ দাস ৪১২ ভোট, সাংগাঠনিক সম্পাদক প্রাণ নাথ দাস ৪১৩ ভোট, কোষাধ্যক্ষ আনন্দ কুমার সরকার ৪৩৪ ভোট,সাহিত্য সম্পাদক রনজিৎ সরকার ৪১৮ ভোট, সাংস্কৃতিক সম্পাদক ডাঃ অসীম বিশ্বাস ৪১১ ভোট,অডিটর অসীম কুমার দাস (সোনা) ৪২৯ ভোট,প্রচার সম্পাদক সঞ্জিব কুমার ব্যানার্জী ৪৪০ ভোট ও দপ্তর সম্পাদক হিসেবে কার্ত্তিক চন্দ্র বিশ্বাস ৪২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সমিতির আজীবন সদস্যদের গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে শুরু থেকে ভোটারদের দীর্ঘ লাইন সুশৃংখল ভাবে দাঁড়িয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। কেন্দ্রে মহিলাদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মোট কথা নির্বাচনকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দিন ভর আনন্দ উদ্দীপনা বিরাজ করছিল। নির্বাচনে ১৩২৪ জন ভোটারদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮০৬ জন। এর মধ্যে বাতিল হয়েছে আটটি ভোট। নির্বাচন সুষ্ঠ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচন প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ডাঃ প্রশান্ত কুমার কন্ডু। সহকারী কমিশনার ছিলেন অপরেশ পালও অ্যাড.ড.দিলীপ কুমার দেব। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বপালণকারি ডাঃ প্রশান্ত কুমার কু-ু ভোটের ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।