খন্দকার আনিসুর রহমান আনিস : সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ সাহিদ উদ্দিনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা যুবলীগের পক্ষ থেকে যুবলীগের প্রার্থী ঘোষণা করলেন জেলা যুবলীগের আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আব্দুল মান্নান। শুক্রবার রাত ৯ টায় শহরের সংগ্রাম টাওয়ারে শহর যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে এই ঘোষনা দেন তিনি। তিনি আরো বলেন, সাহিদ উদ্দিন জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরপর দুইবার নির্বাচিত যুগ্ম সম্পাদক। সে ৮০’র দশকের ত্যাগী ছাত্রনেতা তৎকালীন সময়ে আমরা যখন সাহিদ ভাইয়ের নেতৃত্বে ছাত্রলীগ করেছি সেই সময় তুখোড় এই ছাত্রনেতাই আমাদের বাড়ি থেকে নিয়ে জয় বাংলা বলিয়েছে। সে সময় আমাদের সহযোগিতা করার মত সাহিদ ভাই ছাড়া আর কেউ ছিল না। আজকে যারা সাবেক ছাত্রলীগ যুবলীগ নেতা সবই তার হাতে গড়া। তিনিই দলীয় নমিনেশন পাওয়ার যোগ্য, না হলে এই আসনে হাইব্রিড জুটে যাবে। পরিশেষে তিনি জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহব্বান জানান। শহর যুবলীগের আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন অনুর সভাপত্বিতে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক শেখ সাহিদ উদ্দিন। বক্তব্য রাখেন শহর যুবলীগের যুগ্ম আহবায়ক তুহিনুর রহমান তুহিন, যুবলীগ নেতা মিলনসহ শহর শাখার নেতৃবৃন্দ। সভাপতির সমাপনি বক্তব্যে শহর যুবলীগের আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন অনু বলেন, সাবেক ছাত্রলীগ নেতা শেখ সাহিদ উদ্দিনের সাথে আমরা সব সময় আছি থাকবো। প্রসঙ্গতঃ সাতক্ষীরা জেলা আ’লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দিন ৮০’র দশকের ছাত্রলীগ নেতা যে বাইসাইকেলে করে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে কর্মী জোগাড় করে জেলায় ছাত্রলীগকে প্রতিষ্ঠিত করে। তিনি তৎকালীন সময়ে বিএনপি জামায়াত জোট দ্বারাও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হন। ৪দলীয় জোট সরকারের আমলে ২০০২ সালে ক্লিন হার্ট অপারেশনে গ্রেফতার করা হয় এই তুখোড় সাবেক জেলা ছাত্রলীগ সভাপতিকে। গ্রেফতারের পরে তিনি মারপিট, কয়েকটি মামলাসহব্যাপক নির্যাতনের শিকার হয়ে কারাভোগের পর দেশের চিকিৎসায় উন্নতি না হওয়ায় জননেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহযোগীতায় ও নিজের শেষ সম্বল বিক্রি করে ভারত থেকে দীর্ঘ চিকিৎসার পরে দেশে ফিরে আবারও রাজনীতিতে সক্রীয় হন। এবারই প্রথম তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর ২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী।