খেলা

ইংল্যান্ডের নিয়ন্ত্রণে ওভাল টেস্ট

By Daily Satkhira

July 29, 2017

টোবি রোল্যান্ড-জোন্সের ডানহাতি পেসে দ্বিতীয় দিনই ভেঙে পড়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ১২৬ রানে দিনের খেলা শেষ করেছিল তারা। শনিবার তৃতীয় দিন বাকি দুই উইকেটে খুব বেশিদূর এগোতে পারেনি প্রোটিয়ারা। ১৭৫ রানে অলআউট হয় তারা। লাঞ্চের আগেই তাদের ‍গুটিয়ে দিলেও দ্বিতীয় ইনিংস খুব বেশিক্ষণ খেলতে পারেনি ইংল্যান্ড। বৃষ্টিতে দিন কেটেছে শেষ দুই সেশনের বেশিরভাগ সময়।

তৃতীয় দিন মরনে মরকেলকে নিয়ে আরও ৩৫ রান যোগ করেছিলেন তেম্বা বাভুমা। জেমস অ্যান্ডারসনের বলে ১৭ রানে মরকেল আউট হলে ভাঙে ৪৭ রানের এ জুটি। আগের দিন ৪ উইকেট পাওয়া জোন্স অভিষেক ম্যাচেই ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন বাভুমাকে আউট করে। ইনিংস সেরা ৫২ রানে আউট হন প্রোটিয়া ব্যাটসম্যান।

১৬.৪ ওভারে ৪ মেডেনসহ ৫৭ রান দিয়ে ৫ উইকেট নেন জোন্স। ৩টি পেয়েছেন অ্যান্ডারসন। ১৭৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামে ইংল্যান্ড।

দলীয় ৩০ রানে ওপেনার অ্যালিস্টার কুককে (৭) ফেরান মরকেল। এর পর চা বিরতির খানিক্ষণ আগে নামে দ্বিতীয় দফায় বৃষ্টি। আর বল মাঠে গড়ায়নি। প্রায় ঘণ্টাখানেকের বৃষ্টিতে দিনের শেষ ঘোষণা করেন আম্পায়াররা। কিটন জেনিংস ও টম ওয়েস্টলের অপরাজিত জুটিতে ১ উইকেটে ৭৪ রানে দিন শেষ করে ইংল্যান্ড। জেনিংস ৩৪ ও ওয়েস্টলে ২৮ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

৯ উইকেট হাতে রেখে ২৫২ রানে এগিয়ে ইংল্যান্ড। ক্রিকইনফো