শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলার ১ নং ভূরুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির সানা ও ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যা রহিমা আক্তার অনৈতিক কাজের প্রতিকারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও এমপি বরাবর অভিযোগ করেছেন ভুরুলিয়া ১ নং ওয়ার্ডের বাসিন্দারা। অভিযোগে জানা যায়, তাদের অনৈতিক কার্যকলাপ দীর্ঘদিন ধরে চলে আসছে। গত শুক্রবার সাড়ে ৩ টার দিকে ইউপি সদস্যার বাড়িতে ২ জন মহিলা তাদের অনৈতিক কার্যকলাপ দেখে ফেলে। এ ঘটনায় ঐ ২ মহিলাকে তারা বেধড় মারপিট করে। বর্তমানে তারা শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ইউপি সদস্য ও সদস্যা থানা পুলিশকে ভুল বুঝিয়ে হয়রানি করে। অপরদিকে হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্য রহিমা আক্তার জানান, একই এলাকার রজব গাইনের পুত্র আব্দুর রহিম চালতেঘাটা যমুনা পাড়ে ভাঙ্গনকৃত রাস্তা দিয়ে ভ্যানযোগে ইট নিয়ে যাওয়ার সময় আমি বাধা দেই। এ ঘটনায় রহিম ও তার ভাই, জামাতা সহ ৪/৫ জন উত্তেজিত হয়ে আমাকে ও আমার ছেলে ইব্রাহিম (১৩) আবু মুছা (১৭) এবং আমার স্বামী জাহাঙ্গীর (৩৫) কে মারপিট করে। এ ঘটনায় আমি বিষয়টি স্থানীয় এমপি ও থানা পুলিশকে জানাই। থানা পুলিশ ঐ দিন আব্দুর রহিম সহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে মুক্তি পায়। এ ঘটনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী জানান, অভিযোগের প্রেক্ষিতে আমি ৫ জনকে আটক করি পরে তাদেরকে সমোঝোতার মাধ্যমে ছেড়ে দেই। তবে এ ঘটনায় কোন অভিযোগ আসলে আমি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেব।