সাতক্ষীরা

ফিংড়ীতে দুর্নীতিবিরোধী র‌্যালি এবং আলোচনা সভা

By Daily Satkhira

July 30, 2017

প্রেস বিজ্ঞপ্তি : শনিবার ‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’ এই স্লোগানকে সামনে রেখে গাভা আইডিয়াল কলেজ, গাভা এ. কে. এম. আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরা এর আয়োজনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় ইভটিজিং ও দুর্নীতিবিরোধী একটি র‌্যালি গাভা এ. কে. এম. আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে ব্যাংদহ বাজার প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এসে শেষ হয়। বিদ্যালয়ের সম্মেলন কক্ষে গাভা আইডিয়াল কলেজ ও গাভা এ. কে. এম. আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার’র সভাপতিত্বে ইভটিজিং ও দুর্নীতিবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) দেবাশীষ চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সভাপতি ড. দিলারা বেগম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন গাভা আইডিয়াল কলেজ’র অধ্যক্ষ শিব পদ গাইন ও গাভা এ. কে. এম. আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র সরকার। অন্যান্যের মাঝে বক্তব্য প্রদান করেন সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ ও মো. তৈয়েব হাসান। এসময় গাভা আইডিয়াল কলেজ ও গাভা এ. কে. এম. আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকম-লী উপস্থিত ছিলেন। এদিকে আলোচনা শেষে গাভা আইডিয়াল কলেজ ও গাভা এ. কে. এম. আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের উপস্থিত শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ, ‘আলোর পথে যাত্রা’ ভিডিও নাটক প্রদর্শন ও তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে অবহিত করা হয়। তারই আলোকে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়। উল্লেখ্য ইভটিজিং ও দুর্নীতি বিরোধী র‌্যালিতে দু ‘টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকম-লীসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।