শিক্ষা

সাতক্ষীরায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের সমাবেশ ও স্বারকলিপি পেশ

By Daily Satkhira

July 30, 2017

প্রেস বিজ্ঞপ্তি : বেসরকারি শিক্ষক কর্মচারীদের ১১দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় কর্মসূচির অংশ হিসাবে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের সাতক্ষীরা জেলা শাখার শিক্ষক কর্মচারীর সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সমাবেশে সভাপতি করেন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের আহবায়ক অধ্যক্ষ আব্দুর রহমান। সমাবেশে বক্তারা তাদের দাবি তুলে ধরেন। দাবি গুলো হলো- সুনিদিষ্ট নীতিমালার ভিত্তিতে শিক্ষা জাতীয় করণ, কল্যান ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের অতিরিক্ত কর্তন প্রত্যাহার, ৫% প্রবৃদ্ধি, ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, পুর্ণাঙ্গ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, পূর্ণাঙ্গ পেনশন, নন এমপিও শিক্ষকদের এমপিও ভুক্ত করণ, অনুপাত প্রথা বিলুপ্ত করে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি, কর্মচারীদের চাকরি বিধি বাস্তবায়ন, কারিগরি ও সাধারণ শিক্ষায় বৈষম্য দুর, শিক্ষা নীতি বাস্তবায়নের দাবিতে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সকাল ১০টায় শিক্ষক কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের সমন্বয়কারী অধ্যক্ষ এ আর এম মোবাশ্বেরুল হক জ্যোতির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ খান আশরাফ আলী, অধ্যক্ষ আজিজুর রহমান, অধ্যক্ষ ইনামুল ইসলাম, অধ্যক্ষ জাফর আলম বাবু, উপাধ্যক্ষ ময়নুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ সিদ্দিক, আব্দুল মালেক, নূর মোহাম্মদ পাড়, ইদ্রীস আলী, আবুল খায়ের, সালেহা আক্তার, মোঃ রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, প্রভাষক তপন কুমার, আব্দুস সালাম, কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল ওহাব আজাদ প্রমুখ। শিক্ষকবৃন্দ সমাবেশ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিল সহকারে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারক লিপি গ্রহণ করেন আরডিসি মোঃ ময়নুল ইসলাম।