স্বাস্থ্য

প্লাস্টিকের পণ্য যেসব ভয়াবহ রোগের কারণ

By Daily Satkhira

July 31, 2017

প্লাস্টিকের পণ্য তৈরি করতে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়ে থাকে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, নিকেল, ইথাইল বেনজিন, ইথিলিন অক্সাইড ইত্যাদি রাসায়নিক দ্রব্য দ্বারাই প্রস্তুত এই প্লাস্টিকের পণ্য। তাই নিত্যদিনের কাজে প্লাস্টিকের পণ্য ব্যবহার করলে আপনি যেসব রোগের কবলে পরতে পারেন, তা হলো-

১. স্তন ক্যান্সার, প্রোস্ট্রেট ক্যান্সার, জরায়ু ক্যান্সারের মতো মারণ রোগে আক্রাম্ত হতে পারেন আপনি এর ব্যবহারের ফলে। ২. হরমোনজনিত নানা অস্বাভাবিকতা। ৩. সন্তান জন্মদানের ক্ষমতা কমে যায়। ৪. হাইপার অ্যাকটিভ থেকে শুরু করে অটিজমের মতো রোগের কারণ হতে পারে প্লাস্টিকের পণ্য। ৫. হৃদরোগের মতো সংক্রামণের হাত থেকে নিজেকে রক্ষা করেত প্লাস্টিকের ব্যবহার বর্জন খুবই গুরুত্বপূর্ণ।