ভারতের গুজরাটে একটি জাহাজ থেকে ১৫০০ কেজি হিরোইন আটক করেছে দেশটির কোস্টগার্ড। এনডিটিভি জানিয়েছে, আটক হওয়া হিরোইনের বাজারমূল্য সাড়ে তিন হাজার কোটি রূপি যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার সমতুল্য।
ভারতীয় কোস্টগার্ডের সমুদ্র পাবক জাহাজ শনিবার গুজরাট উপকূলের একটি মার্চেন্ট জাহাজ থেকে এই হিরোইন উদ্ধার করে। জাহাজটিকে রবিবার গুজরাটের পোরবন্দরে নিয়ে আসা হয়। কর্মকর্তারা জানিয়েছে, কোস্ট গার্ড, ইন্টেলিজেন্স ব্যুরো, পুলিশ, কাস্টম, নৌবাহিনী ও অন্যান্য এজেন্সিগুলো তদন্ত করছে।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর ১২টার দিকে জাহাজটি আটক করা হয়। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া সশস্ত্র বাহিনীর মুখপাত্রের বরাতে জানিয়েছে, এটি এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড় একক মাদক আটকের ঘটনা।