সাতক্ষীরা

জেলায় ১শ’ ৫৭টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে সাতক্ষীরায় আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত

By daily satkhira

September 27, 2016

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এ প্রস্ততি সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, ১৭বিজিবি’র অধিনায়ক মেজর মো. আব্দুল্লাহ আল-মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. এফ. এম এহতেশামূল হক, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, এন. এস. আই’র উপ-পরিচালক মো. মোজাম্মেল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুল হক, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনিরা পারভীন, তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ আহম্মেদ, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন মুখার্জী, সাধারণ সম্পাদক এড. অনিত মুখার্জী, জেলা হিন্দু বৈদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সভাপতি মঙ্গল কুমার পাল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহকারি পরিচালক লিটন শিকদার, তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনব ঘোষ বাবলু, রামপদ দাস প্রমুখ। আগামী ১৭ অক্টোবর থেকে শারদীয় দূর্গোৎসব শুরু হবে এবং ১১ অক্টোবর প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে দূর্গোৎসব শেষ হবে। এবারে  ৫শ’ ৫৭টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ১শ’ ৩ টি পূজা মন্ডপ, আশাশুনি উপজেলায় ১শ’ ১টি পূজা মন্ডপ, তালা উপজেলায় ১শ’ ৭৯ টি পূজা মন্ডপ, কলারোয়া উপজেলায় ৪০টি পূজা মন্ডপ, কালিগঞ্জ উপজেলায় ৫২টি পূজা মন্ডপ, শ্যামনগর উপজেলায় ৬৩টি পূজা মন্ডপ ও দেবহাটা উপজেলায় ১৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা হবে বলে জানা গেছে। ৪দিন ব্যাপি শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ সুন্দর ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় বিস্তারিত আলোচনা করা হয়। জেলার যে সকল পূজা মন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে সেগুলোকে ঝুকিপূর্ণ চিহ্নিত করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সির্দ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জানান হয় জেলায় সফল ভাবে শারদীয় দূর্গা পূজা উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।