খেলা

হ্যাটট্রিক গড়ে ইতিহাস তৈরি করলেন মঈন আলি

By Daily Satkhira

August 01, 2017

কেনিংটন ওভালের শততম টেস্ট ছিল এটি। একটি নির্দিষ্ট ভেন্যুতে ১০০ টেস্ট- কম কথা নয়। আগের ৯৯ টেস্টে কখনোই হ্যাটট্রিকের দেখা মেলেনি দক্ষিণ লন্ডনের বিখ্যাত স্টেডিয়াম দ্য ওভালে। অথচ, শততম টেস্টে এসেই কি না ইতিহাসটা তৈরি করে ফেললেন স্পিনার মঈন আলি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের পঞ্চম দিনের লাঞ্চের পর এসে ম্যাজিকটা দেখিয়ে দিলেন মঈন আলি। একে একে তুলে নিলেন প্রোটিয়াদের শেষ তিন উইকেট। তাতেই ২৩৯ রানের অসাধারণ এক জয় নিয়ে মাঠ ছাড়লো স্বাগতিক ইংল্যান্ড। সে সঙ্গে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা।

প্রথমে ফিরিয়েছেন তিনি প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে একমাত্র সেঞ্চুরিয়ান ডিন এলগারকে। এরপরের দুই বলে ফিরিয়েছেন কাগিসো রাবাদা এবং মরনে মর্কেলকে। দক্ষিণ আফ্রিকাকে ২৫২ রানে বসিয়ে রেখেই উইকেটগুলো টপাটপ তুলে নিলেন মঈন।