নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের (বালক এতিম খানা) শিশুদের উপর বিভিন্ন যৌন নির্যাতন, মারপিট, পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখা, বিনোদন, আতœীয়ের দেখা সাক্ষাৎ করতে না দেওয়া, ঠিকমত খাদ্য ও চিকিৎসা না দেওয়াসহ বিভিন্ন বিষয়ে তাদের উপর নির্যাতন প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নিউ মার্কেটস্থ শহীদ আলাউদ্দীন চত্বরে মুক্তিযোদ্ধা জনতার আয়োজনে শিশু নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, সাবেক অধ্যক্ষ নিমাই মন্ডল, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলী নুর খান বাবুল, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, উন্নয়ন কর্মী মাদব দত্ত, প্রথম আলো বন্ধু সভার এস এম হাবিবুল হাসান, জাগ্রত সাতক্ষীরার আহবায়ক সামুয়েল ফেরদৌস মিতুল, শিক্ষানবীস আইনজীবী ইকবাল লোদী, শিক্ষা সংস্কৃতি বৈচিত্র সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কবি স ম তুহিন, কবি তৃপ্তি মোহন মল্লিক, বাংলাদেশ ভিশনের নির্বাহী পরিচালক অপারেশ পাল, ছাত্র নেতা রওনক বাশার। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। সমাবেশে বক্তারা বলেন, যারা এতিম শিশুদের উপর পশুর মতো নির্যাতন করে তারা আর যাই হোক মানুষ হতে পারেনা। তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। যে প্রতিষ্ঠানের সভাপতি সাতক্ষীরা জেলা প্রশাসক সে প্রতিষ্ঠানে এ ধরনের ন্যাক্কার জনক কাজ সাতক্ষীরাবাসী মেনে নিতে পারে না। যে সব শিশুদের প্রতি নির্যাতন করা হয়েছে তাদের মুখের দিকে তাকালে চোখে পানি এসে যায়। অথচ তারা কিভাবে এ কাজ করতে পারলো। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাতক্ষীরাবাসীর দাবি উক্ত তদন্ত কমিটিতে একজন সাংবাদিক ও একজন বিশিষ্ট্য ব্যক্তিকে রাখা হোক। এসময় বক্তারা আরো বলেন, দ্রুত এঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে আর কেউ এ ধরনের কাজ করতে না পারে।