শ্যামনগর

শ্যামনগরে যুব উন্নয়নের ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন

By Daily Satkhira

August 01, 2017

মোস্তফা কামাল : শ্যামনগর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে টেকাব প্রকল্পের আওতায় মাস ব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার শ্যামনগর উপজেলা হলরুমে প্রশিক্ষণটির উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভায় ইউএনও মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি শ্যামনগর উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মহসিন-উল-মূলক। বিশেষ অতিথি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম , শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ্যাডঃ জহুরুল হায়দার বাবু ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, ট্রেনার মোজাফ্ফার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, পল্লী উন্নয়ন অফিসার এস এম এ সোহেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা সহ প্রশিক্ষনার্থীবৃন্দ।মাস ব্যাপী এ প্রশিক্ষণে ২০ জন যুবক ও ২০ জন যুবতী অংশ গ্রহন করছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম বলেন, পিছিয়ে থাকা যুবক যুবতীদের জন্য এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, প্রযুক্তিগত শিক্ষা মানুষের দোর গড়ায় পৌছে দেওয়ার জন্যে এ ভ্রাম্যমান কম্পিউটার আয়োজন। আলোচনা পর্ব শেষে উপজেলা ক্যাম্পাসে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ গাড়ীতে ফিতা কেটে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। শীততাপ নিয়ন্ত্রীত এ ভ্রাম্যমান প্রশিক্ষণ গাড়ীতে ১৪টি ল্যাপটপের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে।