আন্তর্জাতিক

ভারতে মুসলিম ছাত্রনেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

By Daily Satkhira

August 02, 2017

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের এক মুসলিম ছাত্রনেতা বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। নিহত লাফিকুল ইসলাম আহমেদ আসামের স্বশাসিত বোড়োল্যান্ড এলাকার মুসলিম ছাত্র ইউনিয়ন এবিএমএসইউ-এর সভাপতি ছিলেন। মঙ্গলবার কোকরাঝাড় শহরের খুব কাছে তিতাগুড়ি বাজারে প্রকাশ্যেই অজ্ঞাত বন্দুকধারীরা তার গুলি চালায়। লাফিকুল ইসলাম আহমেদ বোডাল্যান্ড অঞ্চলের মুসলমানদের স্বার্থ নিয়ে সবসময়ই সরব ছিলেন। কয়েক বছর আগে একের পর এক বোড়ো-মুসলিম দাঙ্গা চলাকালে তিনি ওই অঞ্চলের মুসলমানদের প্রতিনিধিত্বকারী কন্ঠস্বর হয়ে উঠেন। পুলিশ বলছে, লাফিকুল ইসলাম আহমেদ স্থানীয় একটি দোকানে বসলে কিছুক্ষণের মাথায় মোটরসাইকেলে করে দুই বন্দুকধারী এসে তার মাথা লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুই বন্দুকধারীরই মাথায় হেলমেট পরা ছিল। হত্যাকান্ডের পরেই সেখানকার মুসলিম ছাত্র ইউনিয়নের সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। পুলিশ বলছে, কারা এই হত্যাকা- ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকা- চালানো হয়ে থাকতে পারে।