আন্তর্জাতিক

আমরা আপনাদের শত্রু নই, আলোচনায় বসতে চাই- উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্র

By Daily Satkhira

August 02, 2017

উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রের মোহ ত্যাগ করতে হবে।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে টিলারসন এ মন্তব্য করেন।

টিলারসন বলেন, উত্তর কোরিয়ায় ক্ষমতার পালাবদল কিংবা উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী ‘নর্থ অব দ্য থার্টি এইট প্যারালাল’ অঞ্চলে সেনা পাঠাতে চায় না যুক্তরাষ্ট্র। কিন্তু এর পরও চলতি মাসে দুটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষাকে বিপজ্জনক ও উদ্বেগজনক বলে মনে করছেন তিনি।

‘আমরা ক্ষমতার পালাবদল চাই না। আমরা উপদ্বীপের (উত্তর ও দক্ষিণ কোরিয়া) দ্রুত একত্রীকরণ চাই না। আমরা নর্থ অব দ্য থার্টি এইট প্যারালালে আমাদের সেনা পাঠানোর কারণ খুঁজতে চাই না’, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বলেন টিলারসন।

উত্তর কোরিয়ার উদ্দেশে টিলারসন বলেন, ‘আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের হুমকি নই। কিন্তু আপনারা যুক্তরাষ্ট্রকে অনাকাঙ্ক্ষিত হুমকিতে ফেলেছেন, যার জবাব আমাদের দিতে হবে।’

‘ভবিষ্যৎ নিয়ে আমরা বসতে চাই এবং সংলাপে যেতে চাই।’