আন্তর্জাতিক

আবার উত্তপ্ত কাশ্মীর, গুলিতে বিক্ষোভকারী নিহত

By Daily Satkhira

August 02, 2017

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য আবু দুজানা ও তাঁর এক সহযোগী নিহত হওয়ার ঘটনায় আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের জম্মু-কাশ্মীরে। রাজ্যটিতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে কাশ্মীর উপত্যকার পুলওয়ামায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয় আবু দুজানা ও তাঁর এক সহযোগী। এ ঘটনার পরই বিক্ষোভে ফেটে পড়ে পুলওয়ামার বহু বাসিন্দা। তারা ভারতীয় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। সেই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে একজন নিহত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, লস্কর-ই-তৈয়বার জঙ্গি আবু দুজানা ও তাঁর সহযোগীর মৃত্যুর খবর পাওয়ার পর পুলওয়ামা ছাড়াও কাশ্মীরের দক্ষিণাঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ছাড়া রাজ্যের রাজধানী শ্রীনগর শহরের কিছু স্থানেও বিক্ষোভ হয়েছে।

গত বছরের ৮ জুলাই হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার ঘটনায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল কাশ্মীরে। এর পর থেকে বিভিন্ন ইস্যুতে রাজ্যটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।