জাতীয়

নৌ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাময়িক বরখাস্ত

By Daily Satkhira

August 02, 2017

ঘুষ গ্রহণের দায়ে নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। আজ বুধবার আদেশটি কার্যকর করা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, ঘুষ গ্রহণের ঘটনায় ফখরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। এটা এখনো বিচারাধীন। তবে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ১৮ জুলাই দুপুর ২টার দিকে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পর দুদকের করা মামলায় তাঁর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।