শ্যামনগর

শ্যামনগরে বিজিবির বৃক্ষরোপণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূিচ

By Daily Satkhira

August 02, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির (বর্ডার গার্ড অব বাংলাদেশ) উদ্যোগে বৃক্ষরোপণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলার নীলডুমুরস্থ ১৭ বিজিবি ব্যাটেলিয়ন সদর দফতরে এ কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ১৭ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এনামুল আরিফ সুমন। উক্ত অনুষ্ঠানে এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-এর সকল জুনিয়র কর্মকর্তা, পদবীধারী ও তালিকাভূক্ত সদস্য এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান থেকে জানানো হয়, উক্ত কর্মসূচী’র মাধ্যমে ১ হাজার ৭’শ টি গাছের চারা রোপণ ও ১ লাখ ৩৪ হাজার পিচ মাছের পোনা অবমুক্ত করা হবে। ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদরসহ তার অধীনস্থ ১৬টি বিওপি ও ১ টি বিশেষ ক্যাম্পের সকল সদস্য জনপ্রতি দুটি করে ফলজ, বনজ, ভেষজ ও ঔষধী গাছের চারা রোপণ করবেন এবং স্থানীয় পুকুর ও জলাশয়ে পর্যাপ্ত পরিমান মৎস্যপোনা অবমুক্ত করবেন। প্রধান অতিথি এ সময় বলেন, উক্ত বৃক্ষরোপণ অভিযান ও মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচীর মধ্য দিয়ে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন নীলডুমুর-এর আওতাধীন সমগ্র সীমান্ত ব্যপী বৃক্ষরোপণ ও মৎস্য চাষের বিষয়ে স্থানীয় জনসাধারণকে উদ্বুদ্ধ করার কার্যক্রম শুরু হয়েছে।