আশাশুনি

আশাশুনিতে মিষ্টির দোকান থেকে ঘুষ নিতে গিয়ে রাজস্ব কর্মকর্তা আহছান আটক

By Daily Satkhira

August 02, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনির একটি মিষ্টির দোকান থেকে ঘুষের টাকা নেয়ার সময় কাস্টমসের এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। বুধবার বিকাল চার টার দিকে উপজেলা সদরের স্বপন মিষ্টান্ন ভান্ডার থেকে এক হাজার টাকা ঘুষ গ্রহনকালে তাকে আটক করা হয়। আটক সহকারী রাজস্ব কর্মকর্তার নাম আহছান উল্লাহ (৪০)। তিনি শেরপুর জেলার চরশ্রীপুর গ্রামের মৃত এনায়েত উল্লাহ’র ছেলে এবং সাতক্ষীরা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। আশাশুনি থানার এস.আই আব্দুর রাজ্জাক জানান, উপজেলা সদরের স্বপন মিষ্টান্ন ভান্ডার থেকে এক হাজার টাকা ঘুষ গ্রহনকালে স্থানীয় জনতা সাতক্ষীরা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আহছান উল্লাহকে হাতে নাতে আটক করে। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। থানায় জিজ্ঞাসাবাদ শেষে তিনি নিজেকে সাতক্ষীরা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে দাবি করেন। তবে, ওই রাজস্ব কর্মকর্তা এভাবে বিভিন্ন জায়গা থেকে ঘুষ গ্রহণ করে থাকেন বলে জানা গেছে। তিনি আরো জানান, উর্র্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক সহকারী রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।