নিজস্ব প্রতিবেদক: নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে এবার থানায় সাধারণ ডায়েরি করেছেন আশাশুনি উপজেলার খেড়–য়ারডাঙ্গা গ্রামের বাবা রইচউদ্দীন ফকির। তিনি তার সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, গত এক বছর আগে তার একমাত্র ছেলে মোতাসসিম বিল্লাহ মিঠুন (২১) কাজের সন্ধানে রাজধানী ঢাকায় যায়। ঢাকায় যাওয়ার পর মিঠুন একটি ঔষধ কোম্পানিতে চাকুির করতো। চাকুরিতে যোগদানের পর মিঠুন প্রথম দিকে প্রায় ৬/৭ মাস বাবা-মার সংসার খরচ টাকাও পাঠিয়েছে এবং বিভিন্ন সময় সে ০১৬৮১-৪০০৪৬৯ নাম্বারের মোবাইল ফোন থেকে তার বাবা-মার সংগে যোগাযোগ করতো। কিন্তু হঠাৎ করেই গত ৪/৫ মাস যাবত তার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। সে যে মোবাইল ফোন থেকে কথা বলতো সেটি বর্তমানে একজন অজ্ঞাত মহিলা রিসিভ করেন। তিনি ফোনটি রিসিভ করার পর বার বার রং নাম্বার বলে ফোনটি কেটে দেন। তিনি তার সাধারণ ডায়েরিতে আরো উল্লেখ করেছেন, তাদের গ্রামের যারা ঢাকায় কাজ করেন তাদের প্রত্যেকের কাছে খোঁজ খবর নিয়েও তিনি তার সন্তানের কোন সন্ধান পাননি। দীর্ঘদিন সন্তানের অপেক্ষায় থেকে কোন উপায় না পেয়ে অবশেষে তিনি সন্তানের সন্ধান চেয়ে আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং-৯০৫, তারিখ-২৫.০৯.২০১৬। তিনি আরো জানান, সমাজের কোন সহৃদয়বান ব্যক্তি যদি তার একমাত্র পুত্র সন্তান মোতাসসিম বিল্লাহ মিঠুনের সন্ধান পান তাহলে ০১৭৪৩-৩৮৭৭১৭ নাম্বারের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।