সাতক্ষীরা

যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলা ধুলার বিকল্প নেই .. মুস্তফা লুৎফুল্লাহ এমপি

By daily satkhira

August 03, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়া ও তালা উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও ক্লাবের মাঝে সংসদ সদস্য কর্তৃক ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রসুলপুরস্থ জেলা ওয়ার্কাস পাটির অফিসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা তালা কলারোয়া ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ ।এ সময় তিনি বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রি বিতরণ করছে সরকার। তারই অংশ হিসেবে স্কুল, কলেজ, মাদ্রাসা ও ক্লাব গুলির মাঝে এ ক্রীড়া সামগ্রি বিতরণ করা হচ্ছে। তাই আমাদের যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলা ধুলার বিকল্প কিছু নেই। এ জন্য লেখা পড়ার পাশাপাশি খেলা ধূলায় ও মনোযোগি হতে হবে। এভাবে মাদকের ভয়াভব সোবল থেকে আমাদের যুব সমাজ রক্ষা করা সম্ভব। এছাড়া ক্রীড়াঙ্গনের অভূতপূর্ব সাফল্যের কারণে বিশ্বের দরবারে বাংলাদেশকে অনেক বেশি পরিচিতি এনে দিয়েছে। জননেত্রী শেখ হাসিনা সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম তৈরীর উদ্যোগ নিয়েছে’। তালা কলারোয়ার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও ক্লাবের মাঝে ক্রিকেট সেট, ভলিবল সেট, ব্যাডমিন্টন, দাবা সেট, ক্যারাম সেট, ফুটবল, বিতরণ করা হয়। এ সময় দলীয় নেতাকর্মী ও জেলা ক্রিড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, জেল যুব মৈত্রীর সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীরসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।