সাতক্ষীরা

মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনকে দেখতে হাসপাতালে গেলেন ডা: আফম রুহুল হক এমপি

By daily satkhira

August 03, 2017

নিজস্ব প্রতিবেদক : কলারোয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার বাদী মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনকে দেখতে গেলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আফম রুহুল হক এমপি। বৃহস্পতিবার দুপুরে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে অসুস্থ্য মোসলেম উদ্দীনকে দেখতে যান। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শেখ সাহিদ উদ্দীন, কলারোয়া উপজেলা চেয়াম্যান কাজী আহম্মেদ স্বপন, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মারুফ হাসান মিঠু, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ প্রমুখ নেতৃবৃন্দ। এসময় তিনি মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনের চিকিৎসার বিষয়ে সার্বিক খোজখবর নেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসকদের নির্দেশ দেন। এছাড়া প্রয়োজনে তার সুচিকিৎসার সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য গত ২৭ জুলাই জননেত্রী গাড়ী বহরে হামলার সাক্ষ্য গ্রহণের দিন ছিল। তিনি সাক্ষ্য দিয়ে হটাৎ অসুস্থ্য হয়ে পড়েন। এসময় তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কিছুটা সুস্থ্য আছেন।