কালিগঞ্জ

যুব সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশের সম্পদে পরিণত করতে হবে -মতবিনিময় অনুষ্ঠানে নুর আহমেদ মাছুম

By Daily Satkhira

August 04, 2017

কালিগঞ্জ ব্যুরো : উঠতি বয়সের যুব সমাজকে ধবংসের হাত থেকে রক্ষা করতে সচেতন মহলসহ অভিভাবকদের বেশি বেশি ভূমিকা নিতে হবে। তাদের কে সুশিক্ষায় শিক্ষিত করে আগামী দিনে দেশের সম্পদে পরিণত করতে হবে। “শান্তি প্রতিষ্ঠায়, সামাজিক সক্ষমতা বৃদ্ধিতে যুব সমাজ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা” শীর্ষক শিখন অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নূর আহমেদ মাছুম এ কথা বলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, রাষ্ট্রদূত ও বি.ই.আই এর ভাইস চেয়ারম্যান এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মনসুর আহমেদ, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, ডিআরএম আইডিয়াল কলেজের অধ্যক্ষ আবুল বাসার, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারিয়া, বি.ই.আই এর সমন্বয়ক হাবিবুর রহমান, ফিল্ড অফিসার অপরেশ পাল, উপজেলা ঈমাম সমিতির সাধারণ সম্পাদক মাওঃ আশরাফুল ইসলাম আজিজী, অধ্যাপক দেবব্রত মিস্ত্রী, ইন্দ্রনগর মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রফিকুল ইসলাম, শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, শিক্ষার্থী শ্রাবনী রায়, শামিমা সুলতানা, আফজালুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রকল্পের সার্বিক মূল্যায়ন ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।