দেবহাটা

দেবহাটায় শোক দিবসের প্রস্তুতি সভা

By Daily Satkhira

August 04, 2017

দেবহাটা ব্যুরো : দেবহাটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি(তদন্ত) শরিফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ন-সাধারণ সম্পাদক আনায়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণাব কুমার মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমান নাহার, সমবায় কর্মকর্তা জহুরুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুস সামাদসহ সকল দপ্তরের কর্মকর্তারা। এসময় ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সিন্ধান্ত গ্রহণ করা হয়।