কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ ফলদ বৃক্ষ মেলার সমাপনি দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কক্ষে কৃষক ও নার্সারী মালিকদের পুরস্কার প্রদান করা হয়। ১ আগষ্ট থেকে ৩ আগষ্ট পর্যন্ত উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফলদ বৃক্ষ মেলায় ১৭টি স্টল প্রদর্শিত হয়। এবছর মেলার স্টল গুলিতে প্রচুর দর্শকের সমাগম ঘটে ও অধিক পরিমান ফলদ বৃক্ষের চারা বিক্রয় হয় বলে মালিকরা জানান। সমাপনি অনুষ্ঠানে বিভিন্ন বৃক্ষের চারার সমাগম ঘটানোর জন্য ১১জন নার্সরী মালিককে পুরস্কৃত করেন উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, নির্বাহী সদস্য শেখ আবু হাবিব, সাংবাদিক আতিকুর রহমান প্রমুখ। কৃষি মেলায় পুরস্কার প্রাপ্ত নার্সারী হলো তাসলিমা নার্সারী, নাইম নার্সারী, বিসমিল্লাহ নার্সারী, সোহাগ নার্সারী, নাজমুল নার্সারী, নূর জাহান নার্সারী, পারভেজ নার্সারী, নজিবর নার্সারী, বৈদ্য নার্সারী, মাতাজী নার্সারী ও উপজেলা নার্সারী। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অখিল চন্দ্র বিশ্বাস।