দেবহাটা

দেবহাটায় মাদক বিরোধী সাইকেল র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত

By Daily Satkhira

August 04, 2017

দেবহাটা প্রতিনিধি : মাদক কে না বলুন, মাদক মুক্ত দেশ গড়–ন। মাদক কেনা-বেচা করে যারা সমাজের শত্রু তারা। বৃহস্পতিবার দেবহাটার খানবাহাদুর আহছ্ানউল্লা কলেজে রোভার গ্রুপের আয়োজনে ঢাকা আহছানিয়া মিশন, চেতনা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় মাদক বিরোধী সাইকেল র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মাদক মুক্ত দেশ ও জাতি গড়ার লক্ষ্যে উপজেলাবাসীকে সচেতন করতে উক্ত র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় কলেজ চত্বরে কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক বাবু মদন মোহন সানা, ঢাকা আহ্ছানিয়া মিশনের হেড অব হেলথ সেক্টর ও কলেজের প্রাক্তন ছাত্র ইকবল মাসুদ, শিরিন সুলতানা, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য ও আইডিয়ালের নির্বাহী পরিচালক ডাঃ নজরুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ, বাংলা বিভাগের প্রধান পিযুষ কান্তি মল্লিক, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মহসিন প্রমুখ। এসময় কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে সাইকেল র‌্যালিটি কলেজ গেইট হতে সখিপুর বাজার, পারুলিয়া বাসস্টান্ড, কুলিয়া ব্রিজ, আশু মার্কেট, বহেরা বাজার, ধোপাডাঙ্গামোড়, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়, দেবহাটা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সমাবেত হয়। প্রদক্ষিণ শেষে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদ, দেবহাটা থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, অধ্যাক্ষ রিয়াজুল ইসলাম, ঢাকা আহছানিয়া মিশনের ডেপুটি ডিরেক্টর ইকবল মাসুদ প্রমূখ। এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা কলেজের প্রভাষক আকবর আলী, হাফিজুর রহমান, সখিপুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তবিবুর রহমান, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ফুলকুড়ি সংস্থার পরিচালক মিজানুর রহমানসহ কলেজের রোভার গ্রুপের প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। পথসভায় বক্তারা বলেন, মাদকমুক্ত দেশ গড়তে হলে সমাজের সর্বস্থরে মাদক বিরোধী প্রতিরোধ কার্যক্রম গড়ে তুলতে হবে। সমাজে মাদকের কুফল তুলে ধরার মাধ্যমে মাদকমুক্ত দেশ গড়তে হবে। বিশেষ করে তরুণ ও যুবকদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে পারলে মাদক নির্মূল হবে। সেই সাথে মাদক কেনা-বেচা বন্ধ করতে হবে। পরিবার থেকেও সন্তানদের খোঁজ খবর রাখতে হবে। তাছাড়া বাংলাদেশ সরকারের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে মাদকমুক্ত দেশ গড়ার বিকল্প নেই। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকায় দেবহাটায় অনেক অংশে মাদক মুক্ত হয়ে গেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদকমুক্ত সুস্থ সমাজ গড়তে এক হয়ে কাজ করতে হবে। উল্লেখ্য যে, জাতিসংঘের মাদক বিরোধী প্রতিষ্ঠান ওয়াল্ড ড্রাগ ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম (ইউএনওডিসি) এর ২০১৬ রিপোর্ট অনুযায়ী বিশ্বে ২৪ কোটি ৭০ লাখ মানুষ মাদক সমস্যায় আক্রান্ত। বাংলাদেশেই যেখানে বেসরকারি হিসেবে প্রায় ৭০ লাখ মানুষ মাদকাসক্ত। এই সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। এর কারণে প্রতিবছর অকালে আমাদেরও মেধাবী তরুণ প্রজন্মের একটি অংশ হারিয়ে যাচ্ছে। এজন্য দেশের সামাজিক ও অর্থনীতির উন্নয়ন ঘটাতে সমাজকে মাদকমুক্ত করতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রোভার লিডার আবু তালেব। সভাশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদ ও দেবহাটা থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম সাইকেল চালিয়ে র‌্যালিতে অংশ গ্রহন করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে যেয়ে মাদকমুক্ত দেবহাটা গড়ার প্রত্যয়ে শেষ হয়।