নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় জেলা পর্যায়ে ৪৬ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা শিক্ষা অফিসের আয়োজনে পিএন স্কুল এন্ড কলেজ মাঠে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার হুমাউন কবির, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার খালেদ জাহাঙ্গীর প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জেলা পর্যায়ে ফুটবল খেলায় সদরের জি ফুলবাড়িয়া দাখিল মাদ্রাসা ২-০ গোলে আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এসময় উপস্থিত ছিলেন পিএন স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক ভদ্র কান্ত সরকার, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবল কবির খান বাপ্পি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষক মো. আবু সাইদ, আশরাফুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্কাউটস্ সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস।