নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা খুলনা মহাসড়কের ভৈরবনগরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ধারের বাড়িতে ঢুকে পড়ায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। শুক্রবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মহিবুল ইসলাম জানান বাসটি খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে আসছিল। তালা উপজেলার ভৈরবনগরে পৌঁছে অপর একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বাসটি পার্শ্ববর্তী একটি বাড়িতে ঢুকে পড়ে খুপড়ি ঘরে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলে নিহত হয় তারাপদ মন্ডলের স্ত্রী গুরুদাসী মন্ডল (৫০) ও আবদুল গফফারের মেয়ে আছিয়া খাতুন (১০)। তিনি জানান আহত ৪ জনকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই সাতক্ষীরা খুলনা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার স্বামী। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে। জনতা দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটর সাইকেল আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহতের নাম- লাইলী বেগম (৫২)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের শেখ নূর ইসলামের স্ত্রী। আহতের নাম শেখ নূর ইসলাম (৬০)। তিনি নিহতের স্বামী। তার বাবার নাম মধু শেখ। শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের শেখ জাহাঙ্গীর হোসেন জানান, অসুস্থ মা লাইলী বেগমকে শ্যামনগর স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার দেখানোর জন্য বাবা শেখ নুর ইসলামকে নিয়ে তারা তিনজন একটি ভাড়ায় চালিত মোটর সাইকেলে করে শুক্রবার সকালে বাড়ি থেকে বের হন। সকাল সাড়ে সাতটার দিকে তারা নকীপুর কেন্দ্রীয় ঈদগাহের সামনে এসে পৌঁছালে রাস্তার পাশে বিক্রির জন্য ফেলে রাখা হবিবর রহমানের বালির গাদার পাশ কাটাতে যেয়ে কালিগঞ্জের ময়না ভাটা থেকে শ্যামনগরের বংশীপুরগামি একটি ইটভর্তি ট্রাক (মুন্সিগঞ্জ-হ-০২-০০২২) তাদের মোটর সাইকেলকে (সাতক্ষীরা-হ-৯৬৫৪) ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল যাত্রী তিনিসহ তার বাবা ও মা রাস্তায় পড়ে যান। ট্রাকের পিছনের চাকা বাবা ও মায়ের শরীরের উপর দিয়ে চলে যাওয়ায় তারা মারাত্মক জখম হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা লাইলী বেগমকে মৃত বলে ঘোষণা করেন। আহত বাবা নূর ইসলামকে সেখানে ভর্তি করা হয়। জনতা দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে। তবে দু’টি গাড়ির চালকরা পালিয়ে যেতে সমর্থ হয়। স্থানীয়দের অভিযোগ রাস্তার উপর অবৈধ বালির ব্যবসা করার ফলে এ ধরণের দুর্ঘটনা ঘটেছে। শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী সড়ক দুর্ঘটনায় লাইলী বেগমের মৃত্যু ও তার স্বামী মারাত্মক জখম হওয়ার কথা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও ট্রাক আটক করা হয়েছে।