বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তৎপরতায় ভারতে পাচারের কবল থেকে রক্ষা পেল বাংলাদেশের দুই তরুণী। তাদের সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ শুক্রবার ভোরে ওই দুই নারীকে বিজিবি উদ্ধার করতে পারলেও পাচারকারীদের গ্রেফতার করতে পারেনি।
বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার হায়দার আলি জানান, পাচারকারীরা মিনা বিশ্বাস ও মুসকান নাদিয়াকে ভালো চাকরির কথা বলে ঢাকা থেকে সাতক্ষীরা সীমান্তে নিয়ে আসে। পাচারকারীরা তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয়। ভারতে পৌঁছে দেওয়ার নামে সীমান্তের জিরো পয়েন্টের কাছে আনা মাত্র তারা বিজিবির টহল দলের নজরে আসে।
মিনা বিশ্বাসের বাড়ি বাগেরহাট জেলার যাত্রাপুরের কার্তিকদিয়া গ্রামে। মুসকান নাদিয়ার বাড়ি খুলনার সোনাডাঙ্গার আদর্শ পল্লীতে।
সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সুলতানা বেগম জানান, বিনা পাসপোর্টে ভারতে যাবার চেষ্টার অভিযোগ আটক দুই নারীকে আদালতে পাঠানো হবে।