শ্যামনগর

শ্যামনগরে ষড়যন্ত্র মূলক মামলায় জড়িয়ে জমি আতœসাৎ করার অভিযোগ

By daily satkhira

September 28, 2016

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে হরিনগরে জমি বিরোধকে কেন্দ্র করে ষড়যন্ত্র মূলক মামলায় ও হয়রানি করে অবৈধভাবে বসতভিটা ও জমি দখলের অপচেষ্টা চলছে। জমির মালিকদের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষরা। শ্রীফলকাটীর ছবেদ আলীর পুত্র মাষ্টার আঃ মজিদ অভিযোগে জানান, হরিনগর মৌজার এস,এ,৬৮/১ ও ৭২২ নং খতিয়ানের ৭০ শতক জমি তারা প্রায় ৪০ বছর যাবৎ বসতভিটাসহ ভোগ দখল করে আসছে। বসতভিটায় ঘর-বাড়ি, পুকুর, গাছগাছালী ও জমিতে বিভিন্ন ফসল আবাদ করে শান্তিপূর্ণ ভাবে বৈধভাবে ভোগ দখলে আছে আঃ মজিদ ও তার পরিবার। অথচ ঐ জমি হরিনগরের ছফেদ আলী বৈদ্যর পুত্র শওকত বৈদ্য, গফফরের পুত্র আঃ হামিদ, শ্রীফলকাটীর তৈয়্যেবুর রহমানের পুত্র ফিরোজ আহমেদ অবৈধভাবে দখল করতে মিথ্যা মামলা দিয়ে আঃ মজিদ ও তার পরিবারদের বাড়ি ছাড়া করা হয়েছে। এ সুযোগে শওকত, হামিদ, ফিরোজ সহ ১০/১৫ জন সন্ত্রাসী কায়দায় উক্ত বসত ভিটার ঘরবাড়ী ভাংচুর,অগ্নিসংযোগ ও বৃক্ষ কর্তন করে জমি দখলের অপচেষ্টা করতে থাকলে এলাকাবাসী তাদের কে রুখে দেয়। এ ঘটনায় আঃ মজিদ ও তার ছেলে বাদি হয়ে মামলা দায়ের করে। এ ব্যাপারে উভয় পক্ষ জমি দাবি করেন। ঐ জমি দখল, জমির মালিক ও তার পরিবারদের কে আসামীরা খুন, জখম, মিথ্যা মামলা সহ নানাবিধ হুমকি দিচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।