তালা

তালায় আইনি সেবা প্রাপ্তিতে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা

By daily satkhira

September 28, 2016

তালা প্রতিনিধি : বুধবার সকালে তালা উত্তরণ আইডিআরটিতে “দরিদ্র মানুষের আইনি সেবা প্রাপ্তিতে সাংবাদিকদের ভূমিকা ও করণীয় বিষয়ক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়। উত্তরণ সিএলএএসএস বিডি প্রকল্প আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট প্রকল্পের সহযোগি প্রকল্প সমন্বয়কারী মোঃ কামাল হোসেন। উত্তরণ সিএলএএসএস বিডি প্রকল্পের জাতপুর এরিয়া ম্যানেজার এ্যাড. মাহবুবুল হকের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান। এ সময় সিএলএএসএস প্রকল্পের সহযোগি প্রকল্প সমন্বয়কারী এবিএম জাহিদুল কবীর মামুন, সাংবাদিক এম এ ফয়সাল, বিএম জুলফিকার রায়হান, নজরুল ইসলাম, সেলিম হায়দার, সব্যসাচী মজুমদার বাপ্পী, মোঃ নূর ইসলাম, আক্তারুজ্জামান, আব্দুল মান্নান, সেকেন্দার আবু জাফর বাবু, অর্জুন বিশ্বাস, আকবর হোসেন, সিএলএএসএস প্রকল্পের মোঃ সবুজ হোসেন এবং মোঃ ওয়ালিদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।