শ্যামনগর

আবারও সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৩ জেলে অপহরণ

By Daily Satkhira

August 06, 2017

শ্যামনগর প্রতিনিধি: গত ৪ আগস্ট রাতে বনদস্যু রবিউল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সাহেব আলী ১৪/১৫ জন সদস্য নিয়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জাধিন মালঞ্চ নদীর হাঁড়ি ভাঙ্গার কোল নামক স্থানে মৎস্যজীবিদের ৫টি নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ১১জন মৎস্যজীবিকে জিম্মি করে তাদেরকে অমানুষিক নির্যাতন করে। এদের মধ্যে গত ০৫আগষ্ট সকালে মোস্তফা, মঞ্জু, মানিক চাঁদ, শাহিনুর, মিজান, শফিকুল, তাহের এবং কওসার লোকালয়ে ফিরে এসে জানান, তাদেরকে অমানুষিক নির্যাতন করেছে। তারা মাথায় আঘাত করে মোস্তফার মাথা ফাঁটিয়ে দিয়েছে। মিজান এবং তাহেরের অবস্থাও আশঙ্কাজনক। তারা স্থানীয় ভাবে চিকিৎসাধিন আছে। বন দস্যুরা হরিনগর গ্রামের ১. হাবিবুর (৩৫), ২. ইছহাক, উভয় পিতা- আতিয়ার রহমান, ৩. রাহুল মোড়ল (২৫), পিতা- মোস্তফা-কে ৫লক্ষ টাকা মুক্তিপনের দাবীতে জিম্মি করে রেখেছে। ২৪ ঘন্টার মধ্যে মুক্তিপনের টাকা না দিলে তাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে। এলকার মৎস্যজীবিদের মধ্যে চরম উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে।