নিজস্ব প্রতিবেদক: আগরদাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ১০ টাকা কেজি দরের চাউল বিক্রয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ফুসে উঠেছে এলাকার সাধারণ মানুষ। স্থানীয়রা জানায়, জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্র“তি মোতাবেক প্রতিটি ইউনিয়নের অসহায় মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রিয় শুরু হয়েছে। কিন্ত আগরদাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর রশেম চন্দ্র কার্ড বিতরণের ক্ষেত্রে অনিয়ম করেছেন। তিনি ওই কার্ড প্রতি ৫০/১০০ টাকা করে আদায় করছেন। যে ব্যক্তি টাকা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন তাকে দেওয়া হচ্ছে না ওই ১০ কেজি দরের চাউল ক্রয়ের কার্ড। ওই কার্ড দিয়ে এভাবে টাকা আদায় করার কোন নিয়ম নেই বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। এসব টাকাদিয়ে কার্ড নিয়েছেন ওয়ার্ডে বাশঘাটা গ্রামের শামসুর রহমান, নাসরিন খাতুন, আজিজ কলোনি পাড়ার সাহাদাত হোসেন ও অভিরুন। এব্যাপারে ইউপি মেম্বর রমেশ চন্দ্র মন্ডল এর সাথে যোগাযোগের জন্য ০১৯৩১ ২৭৫১৩৭ নম্বরে বার বার ফোন দিলে তিনি তা রিসিভ করেননি। এলাকাবাসী আরো জানান,শুধু ৬নং ওয়ার্ডেই নয়। এধরনের কাজ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে হচ্ছে। তবে ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি বলেন, এবিষয়ে আমি কিছু জানি না। যদি কোন মেম্বরের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকে প্রমাণ পেলে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। যারা গরিবের হক নষ্ট করবে আমি তাদের ছাড় দেব না।