কালিগঞ্জ

কা‌লিগ‌ঞ্জে দুই সন্তা‌নের জননীর আত্নহত্যা

By Daily Satkhira

August 06, 2017

মোঃ আরাফাত আলী, কা‌লিগঞ্জঃ কা‌লিগ‌ঞ্জ উপ‌জেলার মৌতলা ইউনিয়‌নের উভাকুর গ্রা‌মে পা‌রিবা‌রিক কল‌হের জের ধ‌রে দুই সন্তা‌নের জননী গলায় র‌শি দি‌য়ে আত্নহত্যা ক‌রে‌ছে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে শ‌নিবার আনুমা‌নিক সকাল ৮ টায়। সে মৌতলা ইউনিয়‌নের উভাকুর গ্রা‌মের মৃত যো‌গিন্দ্র সরদা‌রের ছে‌লে বিশ্বনাথ সরদারের স্ত্রী ও উপ‌জেলার কুশু‌লিয়া ইউনিয়‌নের পু‌লিনবাবুর হাট খোলা এলাকার সাধূরজান মন্ডলের মে‌য়ে ক‌বিতা সরদার (৩২)।

নিহ‌তের স্বজনদের মাধ্য‌মে জানা যায় স‌তের বছর পূ‌র্বে বিশ্বনা‌থের সা‌থে ক‌বিতার বি‌য়ে হয়।‌বি‌য়ের দুই মাস পর থে‌কেই বি‌ভিন্ন সম‌য়ে ক‌বিতার উপর শারী‌লিক ও মানসীক ভা‌বে অত্যাচার করত বিশ্বনাথ । স্বামীর নির্যাতন সহ্য কর‌তে না পে‌রে আট বছর পূ‌র্বেও দুই‌টি বাচ্চা রে‌খে পারদ খে‌য়ে আত্নহত্যার চেষ্টা ক‌রে‌ছিল ক‌বিতা। দ্রুত চি‌কিৎস‌কের সরনাপন্ন হ‌লে প্রা‌ণে বে‌চে যায় সে। এরপরও সংসা‌রের জন্য এবং বাচ্চা‌দের কথা ভে‌বে স্বামীর সংসার কর‌তে থা‌কে ক‌বিতা। এরপর থে‌কে বিশ্বনাথ তা‌কে শা‌রীলীক ভা‌বে নির্যাতন না কর‌লেও মানসীক ভা‌বে নির্যাতন কর‌তে থা‌কে। পাকা ঘরবাধার জন্য গত ৬ মাস আগে টাকার দরকার হয় বিশ্বনা‌থের। কা‌লিগঞ্জ শাখার পোষ্ট অফি‌সে স্ত্রী না‌মে এক লক্ষ টাকা পাচ বছ‌রের জন্য ডি‌পো‌জিট করা ছিল। য‌দিও ডি‌পো‌জিট করার ইচ্ছা ছিলনা বিশ্বনা‌থের। দুই বছর পুর্ণ হ‌লেও তিন বছর মেয়াদ বা‌কি থাকায় গত জুলাই মা‌সে টাকা উত্তালন কর‌লে ১৫ হাজার টাকা কে‌টে নেয় পোষ্ট অফিস কৃতপক্ষ । এজন্য স্বামীর মান‌সিক নির্যাতন চল‌তে থা‌কে ক‌বিতার উপর অত্যা‌রের এক পর্যা‌য়ে গত শ‌নিবার সকা‌লে দুই ছে‌লে অভি‌জিৎ (১৪) ও হৃদয় (৯) স্কু‌লে ‌ এবং স্বামী দীন মজু‌রের কা‌জে চ‌লে গে‌লে সেই ফা‌কে মই দি‌য়ে তা‌দের নতুন ঘ‌রের আড়ার সা‌থে গলায় র‌শি দি‌য়ে ঝু‌লে প‌ড়ে। এ সময় এলাকা বাসী ঝু‌লে থাকা নিথর দেহ দে‌খে থানায় খবর দেয় । কা‌লিগঞ্জ থানার উপ-প‌রিদর্শক ফণীভুষন সরকার ঘটনা স্থ‌লে যে‌য়ে মৃ‌ত দেহ উদ্ধার ক‌রে। নিহত ক‌বিতার বাবা মা‌য়ের অভি‌যোগ এটা প‌রিক‌ল্পিত হত্যা বিশ্বনাথ ক‌বিতা‌কে হত্যা ক‌রে গলায় র‌সি দি‌য়ে টা‌নি‌য়ে দি‌য়ে‌ছে। এ ব্যাপা‌রে কা‌লিগঞ্জ থানার উপ-প‌রিদর্শক ফণীভুষন সরকার ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন স্বজন‌দের অভি‌ো‌গের ভি‌ত্তি‌তে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠা‌নো হ‌য়ে‌ছে এবং থানায় এক‌টি অপমৃত্যু মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে (মামলা নং-২২ তা‌রিখ ৫-৮-১৭ ইং খ্রিঃ)।