নিজস্ব প্রতিবেদক : বিজিবি’র পৃথক অভিযান চালিয়ে প্রাইভেটকার ভর্তি ভারতীয় শাড়ী, থান কাপড় ও মদ সহ এক চোরাকারবারীকে আটক করেছে। রোববার দুপুর একটায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা চৌরাস্তÍার মোড় ও সকালে দেবহাটার কুলিয়া পাকা রাস্তায় এসব অভিযান পরিচালনা করা হয়। আটককৃত চোরাকারবারীর নাম আব্দুর রহমান (২৫)। সে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামের আনছার আলীর ছেলে। খাঁনজিয়া বিজিবি ক্যাম্প কামন্ডার সিরাজুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে রোববার দুপুর একটার দিকে উপজেলার নলতা চৌরাস্তা মোড় এলাকায় ঢাকা মেট্রো-ক-০৩-৭৯৩৯ নং প্রাইভেটকারটি আটক করা হয়। এর মধ্যে থাকা অবৈধ ভারতীয় ১৩০ পিচ শাড়ী, ৪৬৭ মিটার থান কাপড়সহ চোরাচালানি আব্দুর রহমানকে আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ টাকা। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর জায়াদুল হক জানান, এ ঘটনায় খাঁনজিয়া ক্যাম্পের সুবেদার সিরাজুল ইসলাম বাদী হয়ে আব্দুর রহমানসহ কয়েকজনের নাম উল্লেখ করে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। জব্দকৃত প্রাইভেটকার থানা হেফাজতে দেওয়া হয়েছে। পদ্ম শাখরা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল বারিক খাঁন জানান, দেবহাটার পূর্ব কুলিয়া পাঁকা রাস্তা দিয়ে মাদকদ্রব্য বহন করিতেছে এমন খবর পেয়ে রোববার ভোর সাড়ে ৫টার সময় তার নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সময় ৬০ বোতল ভারতীয় পিনকন মদ ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে রাস্তার উপর পড়ে থাকা বস্তার ভিতর থেকে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।