মোস্তফা কামাল : বাঙালি জাতির পিতা, হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ঘাতকের নির্মম বুলেটে ৭৫ এর ১৫ আগষ্ট নিহত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, শিশু রাসেল সহ পরিবারের সকল সদস্যের নির্মম হত্যাযজ্ঞের রক্তাক্ত ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে সেই ইতিহাসের কালো অধ্যায় তুলে ধরে আগামী প্রজন্মকে শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তাদের আহবান জানান সাতক্ষীরা ০৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক আসনের) জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। তিনি গত ০৬ অগাস্ট সকাল ১০ টার দিকে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীসহ সকলের উদ্দেশ্যে এ কথাগুলো বলেন। প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে শোক সমাবেশে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রেহেনা আরজু, সাংবাদিকবৃন্দ ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।