তালা

পাটকেলঘাটায় ২ হাজার ৫শ নারকেল চারা রোপণ উদ্বোধন

By Daily Satkhira

August 07, 2017

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় সাতক্ষীরা বন বিভাগের আয়োজনে ও সরুলিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় ২ হাজার ৫শ নারকেল গাছের চারা রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকাল ৫টায় পাটকেলঘাটা ভিক্ষুক পুনর্বাসন চত্বরে সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে কপোতাক্ষ নদের তীরে নারিকেল চারা রোপনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহীউদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন। এসময় বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লিটন আলী, জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মহিবুল ইসলাম, তালা উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ আব্দুস সামাদ, তালা প্রেসক্লাবের আহবায়ক প্রণব ঘোষ বাবলু, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ বিল্লাহ, মিজানুর রহমান, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান পিন্টু, এ্যাড. কার্ত্তিক চন্দ্র, মাস্টার শেখ আব্দুল হাই, আ’লীগ নেতা শেখ টিপু সুলতান, মাহবুব হোসেন মিন্টু, রহমত আলী মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফসহ সরুলিয়া ইউপির সকল সদস্য। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, পাটকেলঘাটাকে উপজেলা ঘোষণা করা হলে এলাকার উন্নয়ন আরো বৃদ্ধি পাবে। পাটকেলঘাটা উপজেলা হওয়া এলাকার মানুষের যৌক্তিক দাবি। বক্তরা পাটকেলঘাটাকে উপজেলা ঘোষণার জোর দাবি করলে জেলা প্রসাসক জনগণের দাবির প্রতি সমর্থন জানিয়ে উপজেলা নির্বাহী কর্তকর্তাকে এ ব্যাপারে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন দ্রুত জমাদানের নির্দেশ প্রদান করেন। সমগ্র অনুষ্ঠাটি পরিচালনা করেন মাহফুজুর রহমান মধু। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন বলেন পাটকেলঘাটার মানুষের নিরাপত্তার জন্য বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা বসানো হবে। আলোচনা শেষে প্রধান অতিথি কপোতাক্ষ নদের তীরে নারিকেলের চারা রোপন শুভ উদ্বোধন করেন।