আশাশুনি ব্যুরো : বাংলাদেশের উপকুলীয় এলাকার বিপদাপন্ন জনগোষ্ঠীর এবং প্রতিষ্ঠান সমূহের দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস, জীবিকা রক্ষার সক্ষমতা বাড়ানোর লক্ষে আশাশুনিতে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় বড়দল ইউনিয়ন পরিষদ চত্বরে কনসার্ন ওয়াল্ড ওয়াইড এ সহযোগিতায় সুশীলনের বাস্তবায়নে রেজিনিয়েন্স প্রকল্পের আওতায় এ চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বড়দল ইউপি চেয়ারম্যান উপস্থিত থেকে ৮২ উপকারভোগী পরিবারের মধ্যে ১২টি করে গাছের চারা বিতরণ করেন। এসময় কনসার্ন টেকনিকাল অফিসার হাসিনা নিয়াজি, বড়দল ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা দিপক কুমার, সুশিলনের প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মেদ, সুশীলনের শেখ সবুর সরদার, ইউনিয়ন যুবলীগ নেতা টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।