কালিগঞ্জ

কালিগঞ্জে সাজানো অপহরণ মামলা, ভিকটিম উদ্ধার

By Daily Satkhira

August 07, 2017

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে অবশেষে অপহরণের সাজানো ঘটনায় আদালতে নির্দেশে পিতা ছেলেকে আসামি করে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অথচ অপহরণ মামলা রেকর্ড হওয়ায় নিজ বাড়ি থেকে ভিকটিম কে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে (৬ আগষ্ট) রোববার উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে। সরেজমিন, থানা ও এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার ১ নং কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শেখ রওশান আলীর সাথে প্রতিবেশী মাস্টার আব্দুস সত্তারের মাত্র ৬ শকত জমি নিয়ে দীর্ঘদিন পারিবারিক ভাবে বিরোধ চলে আসছিল। “প্রেম না মানে বাঁধা” এই প্রবাদে দুটি তরুণ তরুণীর মনে হয়েছে প্রেমের সম্পর্কে তাদের বিয়ে হলে দীর্ঘ দিনের বিরোধ মিটে যাবে। কালিকাপুর গ্রামের আক্তার ফারুক ঢালীর দশম শ্রেনীতে পড়–য়া কন্যা ফারজানা আক্তার লাকি (১৬) সাথে প্রতিবেশী সাবেক প্রধান শিক্ষক শেখ রওশান আলীর মাস্টার্স পাশ ছেলে শেখ মোস্তাফিজুর রহমান রাজুর সাথে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই ভিত্তিতে গত বছরের ২৬ মার্চ বাড়ির পার্শ্বে মাহফিলের মাঠে ছেলে ও মেয়ের চলাফেরা কথা বার্তায় প্রেমের বিষয়টি জনাজানি হলে উভয় পরিবারের মধ্যে নতুন করে সৃষ্টি হয় চরম বিরোধ। মেয়ের পিতা কোন ভাবেই তাদের সম্পর্ক মেনে নিতে ও বিয়ে দিতে রাজি না হওয়ায় ২৪ জুলাই সকালে প্রেমের টানে (এসএসসি পরীক্ষার্থী) ফারজানা আক্তার লাকি বোরকা পরে প্রেমিক রাজুর বাড়িতে চলে আসে। এদিকে রাজুর পিতা-মাতা লাকিকে বার বার বুঝিয়েও বাড়িতে পাঠাতে ব্যার্থ হয়ে শেষমেষ থানা পুলিশকে বিষয়টি অবগত করে। ঐদিন অফিসার ইনচার্জ (তদন্ত) রাজিব হাসান কালিকাপুর গ্রামে ঘটনা স্থল রাজুদের বাড়িতে যেয়ে লাকিকে বুঝিয়ে তাদের বাড়িতে রেখে আশার সংবাদ পেয়ে মেয়ের পিতা-মাতা ঘরে তালা লাগিয়ে বাড়ি থেকে চলে যায়। এসময় থানা পুলিশ স্কুল ছাত্রী লাকিকে নিয়ে পার্শ্ববর্তী মানপুর গ্রামে তার নানা আব্দুর রউফ গাজির বাড়িতে রেখে আসে। এসময় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্ঠি হয়। ধুরন্ধর লাকির দাদা সাত্তার ঢালীর দীর্ঘ দিনের প্রতিপক্ষ শেখ রওশান আলীকে জব্দ করতে পুতনি অপহরণ হয়েছে মর্মে ছেলে আক্তারকে দিয়ে ২৬ জুলাই সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। অভিযোগটি আমলে নিয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম থানায় মামলা রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আদেশ দেন। নির্দেশ পেয়ে অফিসার ইনচার্জ লস্কর জায়দুল হক শেখ মোস্তাফিজুর রহমান রাজু ও তার পিতা সাবেক প্রধান শিক্ষক শেখ রওশান আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০(সংশোধনী-২০০৩) এর ৭/৩০ ধারায় ৬ আগষ্ট মামলা রুজু করে মামলা নং ২। এদিকে মামলা রেকর্ড হওয়ার পরেই কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান, এমদাদ হোসেনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ভিকটিমকে নিজ বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ তাকে সাতক্ষীরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীর জন্য আনা হবে বলে থানা পুলিশ জানিয়েছে।