সাতক্ষীরা

শেখ হাসিনা প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক হিসেবে পরিচয় প্রদান করেছে — এমপি রবি

By Daily Satkhira

August 07, 2017

নিজস্ব প্রতিবেদক : ‘শেখ হাসিনার উন্নয়ন প্রতিবন্ধী ভাতার প্রবর্তন’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা পৌর এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সাতক্ষীরা পৌরসভার কনফারেন্স রুমে পৌরসভা ও শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ভাতার বই বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ জননেত্রী শেখ হাসিনা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধীরা যেন সমাজের বোঝা হয়ে না থাকে সে জন্য তাদের কল্যাণে এই প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছেন এবং দিনে দিনে এর পরিমান বৃদ্ধি পাবে। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিক পরিচয় পত্র দিয়েছে। এসময় তিনি ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত বাস্তবায়ন করে দোষীদের দৃষ্ট্রান্তমূলক শাস্তি ও বিচার দাবী করেন’। সাতক্ষীরা পৌর এলাকার নতুন ও প্রতিস্থাপন করা ৭৩ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে এই ভাতার বই বিতরণ করা হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, মো. শফিকুল আলম বাবু, কাজী ফিরোজ হাসান, জাহাঙ্গীর হোসেন কালু, শাহিনুর রহমান শাহিন, শেখ আব্দুস সেলিম ও শহিদুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।