নিজস্ব প্রতিবেদক : গাছ আমাদের বাঁচিয়ে রাখে। গাছ বাঁচিয়ে রেখে গাছের সাথে বন্ধত্ব অটুট থাকুক। গাছ কাটবো না। গাছের ও মানুষের কোন ক্ষতি করব না। এ কথা বলে হাত উচু করে গাছ ধরে শপথ নিয়েছে সাতক্ষীরার তুজুলপুরের দুশতাধিক শিক্ষার্থী। রবিবার দুপুরে সদর উপজেলার তুজুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের পাঠশালার আয়োজনে তুজুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে গাছের সাথে বন্ধুত্ব গড়ার শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সাথে শপথ বাক্য পাঠ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের ভার ভারসাম্য রক্ষায় বেশি বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। আমরা জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ কে না বলে বেশি বেশি গাছ লাগাবো। শপথ পাঠ করাণ গাছের পাঠশালার সাংবাদিক পরিচালক ইয়ারব হোসেন। পরে ফলজ গাছের চারা বিতরণ শেষে শিক্ষার্থীরা এই শপথ নেয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, তুজুলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, উক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. মৌলুদা খাতুন, কৃষক ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রহমান, ঝাউড়াঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি, ফারুক হোসেন ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবু মোত্তালিব প্রমুখ। সাংবাদিক ইয়ারবের নিজ উদ্যোগে দ’ুশতাধিক ফলজ গাছের চারা বিতরণের ব্যবস্থা করেন। তুজুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দ’ুশতাধিক শিক্ষার্থীদের মাঝে ডালিম গাছের চারা তুলে দেন প্রধান অতিথি মীর মোন্তাক আহমেদ রবি এমপি। গাছের চারা পেয়ে ইমানুর হোসেন, আলী হোসেন, শিক্ষার্থী অনুভূতি ব্যক্ত করে বলে, আমরা গাছ পেয়ে খুব খুশি। এই গাছ আমরা আমাদের বাড়িতে লাগাবো। আমরা নিয়মিত গাছের পরিচর্যা করবো। আমরা গাছ নষ্ট বা কাটবো না।